সাপোর্ট সিস্টেম :
আমরা ১৬/৭ দিন সাপোর্ট দিয়ে থাকি (বিশেষ দিন ও বিশেষ সময় ব্যতিত ) প্রত্যেক ছাত্র/ ছাত্রী কোর্সের শুরু থেকে ১ বছর সাপোর্ট পাবে।
যে সকল সফটওয়্যারের মাধ্যেমে সাপোর্ট দিয়ে থাকিঃ
Anydesk / / Teamviewer / Skype / Google meet / Slack
আমাদের সাপোর্ট টীম সংক্রান্ত তথ্য সম্মূহঃ
সাপোর্ট টীম মেম্বার ১০ + জন রয়েছে শিডিউল অনুযায়ী ১৬/৭ দিন সাপোর্ট (বিশেষ দিন ও বিশেষ সময় ব্যতিত )
কোর্স চলাকালীন সাপোর্টের শর্ত সম্মূহঃ
- কোর্স ফি সম্পূর্ন পরিশোধ করতে হবে।
- নিয়মিত ক্লাসে অংশগ্রহন করতে হবে।
- সকল ক্লাসের এসাইনমেন্ট যথাযথ সময়ে প্রদান করতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহন ও পাস করতে হবে।
- মার্কেট প্লেসে একাউন্ট করার পরে শিক্ষকের নির্দেশ মেনে কাজ করতে হবে।
কোর্স শেষ হওয়ার পর সাপোর্ট এর শর্ত সম্মূহঃ
- আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে।
- ফেসবুক অফিসিয়াল গ্রুপে নিয়মিত পোষ্ট কমেন্ট করে এক্টিভ থাকতে হবে।
- কাজ পাওয়ার পর ফেসবুক অফিসিয়াল গ্রুপে পোষ্ট করতে হবে।
যে কাজগুলো করলে সাপোর্ট বাতিল করা হবেঃ
- প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না রাখলে।
- প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার করলে।
- কোন শিক্ষক কিংবা শিক্ষার্থীর সাথে দূর্ব্যবহার করলে।
- নিয়মিত কাজ পাওয়ার পর ফেসবুক অফিসিয়াল গ্রুপে নিয়মিত পোষ্ট না করলে।
- কোন ছাত্র / ছাত্রী যদি নিজে আইটি প্রতিষ্ঠান দিয়ে থাকে বা কোন কোর্স করায় তাহলে ওয়েবকোডার কর্তৃপক্ষ তাকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে। ( আবার চাইলে বিবেচনা ও করতে পারবে )
নোট : ক্লাস চলাকালীন অবশ্যই স্টুডেন্টকে নিয়মিত ক্লাস এবং এসাইনমেন্ট না দিলে সে সাপোর্ট থেকে বঞ্চিত হবে,আমরা ১ বছর সাপোর্ট প্রদান করে থাকি এর সাপোর্ট পেতে হলে স্টুডেন্ট এর আচার ব্যাবহার এর উপরে ডিপেন্ড করবে.
কোর্স চলাকালীন নিয়ম-নীতিঃ
- বিনা নোটিশে ৩ টি ক্লাশ মিস করলে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
- পর পর ৩ টি এসাইনমেন্ট মিস করলে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
- আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাতিল করা হলে পুনরায় ৫০০ টাকা জরিমানা বাবদ পরিশোধ করে আপনার ছাত্রত্ব বহাল রাখতে হবে।
নোট : আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে উক্ত শর্তগুলো মেনে চলতে হবে। জরিমানা নেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। ছাত্র/ছাত্রীদের শিখার ক্ষেত্রে সঠিকভাবে উদ্বুদ্ব করাই আমাদের মূল লক্ষ।
এক্সাম, এসেসমেন্ট এবং সার্টিফিকেট
- কোর্স পরবর্তী মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে।
- পরীক্ষার পারফরমেন্স অনুযায়ী আপনাকে মূল্যায়ন করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
- রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট ফি বাবদ ৫০০ টাকা এককালীন প্রদান করতে হবে।