যেকোন শিক্ষার্থী অফিসে এসে ফর্ম ফিল আপ করে ক্যাশ পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে পারবেন। অথবা ফেসবুকে আমাদের অফিসিয়াল মেম্বারদের কাছ থেকে অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ করে বিকাশ/ নগদ/ রকেট অথবা ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করে এডমিশন নিতে পারবেন।
বিকাশ/ নগদ এর নাম্বার সম্মূহঃ
- বিকাশ মার্চেন্টঃ 01814812233
- নগদ মার্চেন্ট ঃ 01841539963
- রকেট পার্সোনাল ঃ 016844590514
বিঃদ্রঃ : কোন শিক্ষার্থী যদি ভর্তি হওয়ার পর ক্লাস শুরুর পূর্বে উপযুক্ত কারনে ভর্তি বাতিল করতে চায় তবে বাতিল করতে পারবে। তবে অবশ্যই ভর্তি বাতিলের উপযুক্ত কারন দর্শাতে হবে এবং ভর্তি বাতিল বাবদ ৫০% কোর্স ফি কর্তন করা হবে আর বাকি ৫০% ফি ছাত্র/ছাত্রী ফেরত পাবে। আর ক্লাস শুরুর পর যদি কোন শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চায় তবে তার ভর্তি হওয়ার সময় প্রদানকৃত অর্থ ফেরত অযোগ্য বলে গণ্য হবে।
বিঃদ্রঃ : ক্লাস শুরু হওয়ার পর ব্যাচ পরিবর্তন করার কোনো সুযোগ নেই!!