
Lead Generation
আজকের ক্লাসে আমরা শিখব বিজনেস ইমেইল এবং লিড জেনারেশন সম্পর্কে
আমরা আগের ক্লাসে যে লিড গুলো কালেক্ট করেছি সেগুলো ছিল বিটুসি
কাস্টমার ই মেইল কোনগুলো জিমেইল ইয়াহু হটমেইল
অন্যদিকে বিজনেস ইমেইল হলো info@webcoder-it.com এগুলো হলো বিজনেস ইমেইল।
লিড জেনারেশন কে কত ভাগে ভাগ করা হয়েছে ?
লিড জেনারেশন কে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন :
১. টার্গেটেড কোম্পানি লিড জেনারেশন
২. টার্গেটেড পারসন লিড জেনারেশন
টার্গেটেড কোম্পানি লিড জেনারেশন
বায়ার আমাকে কোম্পানির নাম বলে দিবে কোন ধরণের কোম্পানির ডাটা সে কালেক্ট করতে চাই ধরুন আমরা গুগল লিখলাম বায়ার বললো দুবাই যে ফাইভ স্টার হোটেল আছে ওই হোটেলগুলার ডাটা আমি চাচ্ছি , কি চাচ্ছি আমি আবারো বলছি দুবাই, সিংগাপুর ,কানাডা বা আমেরিকা যেই দেশের নাম বলবে বিসনেস এর নাম আর হচ্ছে কান্ট্রি নাম মাঝখানে ইনটা যুক্ত হয়ে যাবে করার পর দেখবেন এই সিস্টেমের মেথড টা আসবে বিসনেস লিস্টিং যাকে কি বলে গুগল মাই বিসনেস। আমরা এইখানে এসে নিচে ভিউতে ক্লিক করবো ১৮৭ টা হোটেল আছে দুবাইতে। তাহলে আমরা ১৮৭ টা হোটেলের ডিটেলস বায়ার কে দিবো যেন সে এই কোম্পানির সাথে কনটাক্ট করতে পারে তো কি কি ডিটেলস বের করতে হয়
name : four points by sheraton sharjah
email : reservations.sharjah@fourpoints.com
number :+971 6 513 1000
category :5 star hotel
website :marriott.com
president : amir ali
address : king faisal st - al qasimia - al nud - sharjah - united
এগুলো আর কি একটা কোম্পানির শর্ট প্রোফাইল। এই কালেক্ট গুলোকে বলা হয় বিসনেস লিড। ধরুন আমরা একটা কোম্পানি কালেক্ট করে যদি বুঝতে পারি সব গুলোর একই সিস্টেম এ কাজ করতে হবে। প্রথম টাকে তাহলে দেখি প্রথমে কোম্পানির নাম কি ধরুন four points by sheraton sharjah কোম্পানির নামের জায়গায় আমরা কোম্পানির নাম লিখবো। এইগুলো এক্সেল সীটে লিখতে হয় . এইখানে এড্রেস আমরা পেয়ে গেছি। তারপর মোবাইল এড্রেস পেয়ে গেছি আমরা। এটা কত স্টার হোটেল ৫ স্টার। ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট লিংক দিয়ে দিবো। তারপর ওয়েবসাইটের মধ্যে আমাদের আর কি কি বাকি আছে ইমেইল বাকি আছে একটু নিচে যায় ইমেইল আছে কিনা .ইমেইল কন্টাক্ট পেজে গেলেও পাওয়া যাই। ফুটারে গেলেও পাওয়া যাই আবার এবাউট এ গেলেও পাওয়া যাই। কন্টাক্ট পেজ না পেলে উপরে আছে কিনা দেখবো। মোবাইল নম্বর বা দেয়া থাকবে। কোনো কোনো কোম্পানি ইমেইল হাইড করে রাখে। যদি হাইড করে রাখে তবুও বের করার সিস্টেম আছে। আমরা এই কোম্পানির নাম গুগল আর ফেসবুকে লিখে সার্চ দিবো। ফেসবুক পেজ খুঁজবো । যদি ওয়েবসাইট এ আমরা ইমেইল না পাই তাহলে আমরা ফেইসবুক পেজ খুঁজে বের করবো ওই নামে সার্চ দিলে অবশ্যই ফেইসবুক পেজ চলে আসবে। তো আমরা যদি এবাউট এ যাই ইমেইল পেয়ে যাবো। এরপর ওনার বা এদের নাম জানা দরকার আমাদের। ceo at company লিখলে চলে আসবে। অনেকসময় অনেকের প্রোফাইল থাকে আবার থাকেনা। ডিরেক্টর বা টপ লিভারের একজনের প্রোফাইল দিলেও হবে। আমরা প্রেসিডেন্ট ও নিতে পারি। লিড জেনারেশন ডাটাগুলো কিভাবে সাজাতে হবে গুগল এ আমরা তার নমুনা সার্চ করে দেখতে পারি। গুগল এক্সেল শিট এর উপরে আমরা নাম মোবাইল নাম্বার এড্রেস ইত্যাদি লিখে পূরণ করতে পারি পরবর্তীতে ডাউনলোড করে বায়ারকে দিয়ে দিবো। এভাবেই বিসনেস লিড কালেক্ট করতে হয়। প্রয়োজনে প্রত্যেকটা ওয়েবসাইটের ডাটা এইভাবেই কালেক্ট করতে হবে। এই জন্য পেমেন্ট টাও হাই। একেকটা লিড এর জন্য ৫০ সেন্ট বা ১ ডলার দেয়। ২০-২৫ তার জন্য ২০০ ডলার অনায়াসে চার্জ করতে পারবো
টার্গেটেড পারসন লিড জেনারেশন
কোনো ব্যক্তির প্রোফাইল যদি বের করতে চাই বায়ার আমাদের কে তাদের লিংকডইনের লিংক দিয়ে দিবে তার জন্য আমরা সেলস কল নাম এ একটা এক্সটেনশন আছে সেইটা আমরা ব্যবহার করবো। আমাদের লিঙ্কেডিন এ চলে যেতে হবে এটা ইন্সটল করে লগইন করতে হবে। এইটা পেইড একটা সফটওয়্যার ফ্রি তেউ ব্যবহার করা যাই। ১৫০০ লিডের জন্য ৩৯ ডলার। তাতে আপনি মিনিমাম ১০০০ ডলার ইনকাম করতে পারবেন। বায়ার দিয়ে আপনারা কিনে নিতে পারেন। পরবর্তীতে বায়ার এই টাকাটা মাইনাস করে দিবে। আর ফ্রিতে ১০০ তা করা যাই। তবে ফ্রীতে সব ইনফরমেশন দেয় না। তো লিংকডইন সেলস কিউ এল বিভিন্ন ব্রাউজারে এক্সটেনশন এড করা যাবে। প্রথমে সফটওয়্যার ডাউনলোইড করে আনপ্যাক করবো তারপর ম্যানেজ অপসন থেকে ডেভেলপার অপসন অন করে আপলোড করবো সেলস কিউ এল। এখুন আমরা লিংকডইনে এসে সেলস কিউ কানেক্ট করে দিবো তারপর যার প্রোফাইলে আসবো তার ইমেইল বের করতে পারবো। একাউন্ট সুন্দর করে সাজাতে হবে। প্রোফাইলে এসে এক্সটেনশন ক্লিক করবেন পরে প্লাসে ক্লিক করলে সব ডিটেলস দেখাবে। তো এই একইভাবে পার্সোনাল লিড জেনারেশন বের করা সম্ভব। মূলত নাম,নম্বর এবং ইমেইল এ প্রধান বাকি তেমন জরুরি নয়। বায়ার এতে খুব সহজে যোগাযযোগ করতে পারবেন