
ইমেইল মার্কেটিং কি ?
ইমেইল মার্কেটিং কি ?
ইমেইল মার্কেটিং হলো মার্কেটিং জগতের একটা পুরনো মাধ্যম। প্রথম যখন মানুষ কমিউনিকেশন করে ই মেইলের মাধ্যমে করে।
ইমেইল মার্কেটিং করার জন্য আমাদের কি কি লাগবে ?
১. ইমেইল কালেকশন : আমরা যদি কাউকে ইমেইল পাঠায় তাহলে তার ইমেইল আমার কাছে থাকতে হবে
২. ইমেইল সফটওয়্যার : আমরা যেই ইমেইল পাঠাবো সেইটার জন্য সফটওয়্যার লাগবে। যেমন : মেইলচিম্প, মেইলার লাইট, গেট রেসপন্স , ওয়েবার, আয় কন্টাক্ট।, সেন্ডিং ব্লু ,ক্লাভিও
ফ্লাভিও , সেন্ডার, ইমেইল ব্লাস্টার ইত্যাদি তবে অন্যতম মেইলচিম্প , সেন্ডিং ব্লু ও ক্লাভিও
৩. ইমেইল টেমপ্লেট ডিজাইন : ই মেইল টেমপ্লেটের ডিজাইন কে বুঝানো হয়
৪. ইমেইল ক্যাম্পেইন বা মার্কেটিং : আমরা ফেসবুকে যেভাবে ক্যাম্পেইন করি সেভাবে এক লক্ষ দুই লক্ষ যত খুশি তত ইমেইলে মানুষের কাছে মার্কেটিং করতে পারবো।
ইমেইল কালেকশন কে কয় ভাগে ভাগ করা যায় ?
ইমেইল কালেকশন কে আবার দুইভাগে ভাগ করা হয়
১. এভারেজ ইমেইল কালেকশন : শর্ত থাকবে কান্ট্রি এবং কোয়ান্টিটি। Part যেমন
“doctor”+ “gmail com ”united states + “linkedin.com” প্রথমে পেশা কোন পেশার লোকদের ইমেইল চাচ্ছেন , কোন ধরনের ইমেইল চাচ্ছেন কোন কান্ট্রি ইমেইল চাচ্ছেন তারপর লিঙ্কেডিন। গুগল কুইক সেটিং থেকে সার্চ রেজাল্ট বাড়িয়ে ১০০ করে দিতে হবে। আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবো পরে লিখবো জিমেইল.কম। এখুন ই মেইল বের করতে গুগল এ লিখব ইমেইল এক্সট্রাক্টর বা ইমেইল চেকার.নেট। কি বোর্ডের কন্ট্রোল এ ক্লিক করে সব সিলেক্ট করবো তারপর কপি করে ইমেইল এক্সট্রাক্টর ঘরে পেস্ট করবো। তারপর ইমেইল চলে আসবে। ঠিক তেমনি উ এস এ ডিজিটাল মার্কেটার বা ওয়েব ডেভেলপার চাইলে একই পদ্ধতি। যদি লিংকডিন প্রোফাইল চাই সেটা বা কারণ লিঙ্কেডিন ভ্যালিড থাকে বেশি। এভাবে প্রতি ১ মিনিটে আমরা ১০০ ইমেইল বের করতে পারবো। ইমেইলে জিমেইলের পরে ইয়াহু দিতে পারেন। জিমেইল একটু বেশি আসে তবে অনেকগুলো একটু কম আসবে
২. নিশেষ ওয়াইজ ইমেইল কালেকশন : নিশ হচ্ছে বায়ার যা বলে দিবে যেমন কান্ট্রি নিশ এবং কোয়ান্টিটি যেই যে পেশার দরকার। বায়ারের পছন্দ মতো বায়ার যে প্রফেশন বলবে সেই প্রফেশন। আমরা আরো রিলেটেড কনটেন্ট অ্যাড করে রিসার্চ করতে পারি। আমরা যদি আরো অন্নান্ন সোশ্যাল মিডিয়া তে করতে চাই তাহলে গুগল এ এসে আমরা লিখতে পারি সিএসই .গুগল.কম তারপর অ্যাড এ ক্লিক করতে হবে। এখুন আমরা কোন সোশ্যাল মিডিয়া থেকে নিতে চাই লিংকিডিন টুইটার নাকি ফেইসবুক ধরা যাক আমরা ইনস্টাগ্রাম থেকে নিতে চাই অথবা চাইলে একের অধিক ও নিতে পারি। এখুন আমরা ইনস্টাগ্রাম থেকে ইমেইল বের করবো আশা করি আপনারা সবাই বুঝেছেন। সি এস ই মানে কাস্টম সার্চ ইঞ্জিন এখান থেকে আমরা পাবলিক ইউআরএল এ ক্লিক করবো তারপর স্কিন টা আমরা বড়ো করে নিবো এইখান থেকে আমরা বের করবো লিখব ডিজাইনার + জিমেইল + ইউনাইটেড কিংডম। আমাদের সাজেশন দেখাবে। এইখানে আমাদের সোশ্যাল মিডিয়া আর দিতে হবে না কেনো সোশ্যাল মিডিয়া দিয়েছি আমরা। দেখবেন সব চলে আসবে। এখানে একটা অসুবিধা আছে আপনাকে প্রত্যেক পেজ এ ঢুকে নিতে হবে। কিন্তু এটা আগের থেকে বেশি অথেন্টিক। এরপর এই ইমেইল ভ্যালিড নাকি ইনভ্যালিড বুঝবো কিভাবে ? সেটার জন্য আমরা ইমেইলে চলে যায়। এখুন আমরা ইমেইল চেক করবো কিভাবে ? কিছু ইমেইল নিয়ে নেয়। জিমেইল থেকে কম্পোজে ক্লিক করবো দেন টু তে পেস্ট করবো। মাউস যদি একটা ইমেইলের উপর নেয় যখন প্রপারলি একটা ছবি চলে আসবে তখন এই ইমেইল টি ভ্যালিড নাকি ইনভ্যালিড হবে যেটার ছবি নেয় অপশনগুলো দেখে বুঝতে হবে। তিনটি অপশন যদি শো করে একটিভ থাকে তাহলে বুঝবেন ভ্যালিড যদি ২ টি অপশন শো করে তাহলে বুঝবেন ইনভ্যালিড তাহলে ইমেইল ভ্যালিড না ইনভ্যালিড মাউস নিয়ে আমরা চেক করতে পারি যদিও ইমেইল চেক করা সফটওয়্যার আছে কিন্তু সেইটা পেইড যারা টাকা চাই অনেক। ফ্রি তে অল্প কিছু করা যায়। সব সফটওয়্যার একইরকম কাজ করে না। এরপর হলো ইমেইল ডুপ্লিকেট চেকার.ইমেইল। ইমেইল ডুপ্লিকেট ও আমরা কখনো কপি করতে পারি। আমরা যে ইমেইল কালেক্ট করেছি কোনোটা যে দুইবার কপি করা হয়েছে সেটা আমরা চেক করতে পারি। এরপর রিমুভ ডি ডুপ্লিকেট এ এসে পেস্ট করবো। নিচে থেকে সব অপশন চেক মার্ক ক্লিক করে সাবমিট এ ক্লিক করবো। দেখবেন অনেক ডুপ্লিকেট ইমেইল রিমুভ হয়ে গেছে। তো এটাই হলো আমাদের ইমেইল কালেকশন সিস্টেম।