Facebook Marketing

আজকে আমরা জানবো ফেসবুক পেজ থেকে কি কি মার্কেটিং করা যায়?

১। ফেইসবুক প্রোমোট

২. ফেইসবুক পোস্ট বুস্ট। তো ফেসবুক প্রমোট কাকে বলে? পেজে ফলোয়ার বাড়ানোর জন্য যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক প্রমোট বলে । এছাড়াও প্রমোটের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা যায়। আর বুস্ট হচ্ছে আপনি যে পোস্টগুলো করতেছেন সে পোস্টগুলো মানুষের কাছে পৌঁছাবে। তাহলে প্রমোট করে লাভ কি মনে করেন ফেসবুকে আমি প্রমোট করে এক লক্ষ ফলোয়ার নিয়ে আসলাম। এই ফলোয়ারগুলো  আমার পেজে পার্মানেন্ট হয়ে গেল।


আমি প্রতিনিয়ত পোস্ট করলে এই ফলোয়ার আমার পোস্ট দেখবে। আর বুস্ট করা হয় এজন্য। যেমন আবার পেজে যদি ফলোয়ার না থাকে অথবা ফলোয়ার আছে কিন্তু বেশি না। আমি চাচ্ছি আমার পেইজের বাহিরে লক্ষ লক্ষ ফলোয়ার আছে তাদের কাছে আমার পোস্ট পৌঁছে দিতে। পেজ থেকে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাতে পারি। ফলোয়ার ডিপেন্ড করে মার্কেটিং এর বাজেটের উপর। ফেসবুক প্রমোট করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে । এক্স জেন্ডার এবং লোকেশন। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স। ধরেন বাংলাদেশে চার কোটি ফেসবুক ইউজার আছে। কিন্তু আমরা কাদেরকে চাচ্ছি। এটা হল মার্কেটিং এর মেন স্ট্যাটাজি।  আমার বিজনেসের উপর ডিপেন্ড করে এই স্ট্রেটেজি এপ্লাই করতে হবে। ফেসবুকের একটা রোটেক্স আছে অ্যালগরিদম। এই রোবট গুলোর মাধ্যমে মার্কেটিংটা হবে। আমাদের রিকমেন্টগুলো আমরা ফেসবুকে বলে দিলাম। ফেসবুক তখন ঐ অনুযায়ী মানুষগুলোকে খুঁজে বের করবে। এখানে ইম্পরট্যান্ট বিষয় হচ্ছে যে ফেসবুক পৃথিবীর সব মানুষকে চিনে। কিন্তু ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুকে যত ইউজার আছে ফেসবুক সবাইকে চিনে। তাহলে কিভাবে আপনাকে চেনে ফেসবুক যখন খুলেছেন তখন নাম মোবাইল নাম্বার এড্রেস এগুলো আপনি দিয়েছেন। প্রোফাইল এ আরো অন্য কিছু এড করেছেন। এগুলো কিন্তু আপনার প্রয়োজন। এগুলোর দ্বারা ফেসবুক আপনাকে চিনতে পারে। এরপর আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না। এগুলো সে বুঝতে পারে আপনি যখন ফেসবুকটা ইউজ করেন। আপনি যখন কোন কিছু পছন্দ করবেন তখন সে ধরনের বিজ্ঞাপন আসা শুরু হয়ে যাবে। ধরেন আপনি ফেসবুকে লিখলেন iphone তারপর থেকে আইফোনের অ্যাড আপনার সামনে আসা শুরু হয়ে যাবে। তো ফেসবুক মানুষের রুচি গুলোর উপর ডিপেন্ড করে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে থাকে। যখন কোন একজন ব্যক্তি facebook কে বলবে আমি আইফোন যারা পছন্দ করে তাদের কাছে বিজ্ঞাপন দিতে চাই এখন ফেসবুক তো জানে কোন লোক ফেসবুক আইফোন সার্চ করছে। তার oকাছে এড টা দেখাবে। মনে করেন আপনি ল্যাপটপ বিক্রি করবেন। এখন সেটা যদি রিক্সাওয়ালাকে দেন। তাহলে রিক্সাওয়ালা কি সেটা কিনবে? ল্যাপটপ কিনবে কারা যারা ফ্রিল্যান্সার আছে তারা কিনবে আইটি সেন্টারের যারা জব করে তারা কিনবে বা আইটি নিয়ে পড়াশোনা করে যারা তারা কিনবে। তাই আমাদেরকে মার্কেটিং করতে হলে অডিয়েন্স টাকে বেশি প্রাধান্য দিতে হবে। একটা বিষয় বলি সেটা হল অনেকের প্রমোট অপশন কাজ করবে না। কারণ ফেসবুক যদি ফেসবুক আইডিটা রেস্ট্রিক্টেড  করে দেয় বা এড একাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে কাজ করবে না। তো আপনাদের যদি কাজ না করে তাহলে বুঝবেন আপনাদের ফেসবুক আইডিতে অথবা এড একাউন্টে কোন সমস্যা হয়েছে। তো এ বিষয়ে কিভাবে সলভ করতে হয় সেটাও আমি পরে দেখাবো। তারপর ফেসবুক পেজ থেকে আমরা প্রমোট অপশনে ক্লিক করব। তারপর ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাড। এরপরে আমাদেরকে গোল সিলেক্ট করতে হবে আমি কি জন্য এড দিব? এখানে অনেকগুলো গোল আছে । তো যদি ফলোয়ার বাড়ানোর জন্য আমি এড দেই তাহলে গেট মোর পেজ লাইক এই অপশনে ক্লিক করব। কারণ মানুষ আমাদের পেজে লাইক দিবে। তারপর এড ক্রিয়েটিভ এর মধ্যে আমরা এড কপি ক্রিয়েট করব। এড কপি কি এড কপি হচ্ছে বিজ্ঞাপনের কনটেন্ট। আমরা যে মার্কেটিং করব সেটার কনটেন্ট কে বলা হয় এড কপি। এখানে কি কি লাগবে খেয়াল করেন। এখানে লাগবে ডেসক্রিপশন একটা ছবি। আপাতত এখানে দুইটাই লাগবে। আপনি যে বিষয়ে মার্কেটিং করবেন সে বিষয়ে একটা ছবি দিতে হবে। আর ডেসক্রিপশন এ সে বিষয় সম্পর্কে লিখতে হবে। আমরা যে বিষয়ে মার্কেটিং করব সে বিষয় নিয়ে আমরা গুগলে যে লিখব স্লোগান। কারণ সবাই নিজে থেকে লিখতে পারে না। মনে করেন আইফোন মার্কেটিং স্লোগান। আমরা নিজে থেকেও লিখতে পারি। তো এরকম হাজার হাজার সাইট আছে কনটেন্ট রেডি করা আছে। অথবা এই সাইটগুলো তে ভালো স্লোগান না পেলে আমরা মোবাইল মার্কেটিং স্লোগান লিখতে পারি। আল প্রমোট করার জন্য বেশি কন্টেন্ট লিখতে হয় না। দুই এক লাইন হলেই বেস্ট। আর আমরা যা যা করব সাইটে প্রিভিউ দেখাবে। আর বাটন লেভেল কে বলা হয় সিটিএ। যেহেতু আমরা প্রমোট করতেছি তাই অটোমেটিক্যালি এখানে লাইক পেজ চলে আসছে। এরপর হলো অডিয়েন্স  এখানে এসে আমরা এই কলমে ক্লিক করব। এখন আমরা জানি iphone ছেলেরাও ইউজ করে মেয়েরা ইউজ করে তাহলে আমরা কি দিব জেন্ডার অল দিব। যদি শুধু ছেলেরা অথবা মেয়েরা ইউজ করতো তাহলে আমরা সেটাই দিতাম। দ্বিতীয় হচ্ছে বয়স নির্ধারণ করে দিব। আমাদের এই প্রোডাক্ট কোন বয়সের লোকজন ইউজ করে সেটা আমাদেরকে জানতে হবে। মনে করেন আমাদের 21 থেকে 50 দিলাম। আর ফেসবুক আমাদেরকে ডেট অফ বার্থ ধরেই কাউন্ট করে এর বাহিরে আর কারো কাছে এডটা যাবে না। এগুলো নিজে থেকে এনালাইজ করে দেওয়া যায় অথবা রিসার্চ করেও দেয়া যায়। তারপর বায়ার আমাদেরকে যে লোকেশনে মার্কেটিং করতে বলবে আমরা সেই লোকেশনে মার্কেটিং করব। এরপর আমরা ডিটেইল টার্গেটিং দিব যেটা ভুল হলে রেজাল্ট ভালো না আসারই কথা। যে বিষয়ে মার্কেটিং দেবো সে বিষয়টা আমরা এখানে লিখব। তারপর ওই রিলেটেড যা আছে আমরা সেগুলো দিব। এছাড়াও ডেমোগ্রাফি বিষয়টা হলো যে মানুষের একান্ত বিষয়গুলোর অডিেন্সকে যদি ধরতে চাই তাহলে এগুলো সিলেক্ট করব। আমাদের এখানে বুঝতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাইপের অডিয়েন্স আমাদের জন্য ইফেক্টিভ। তারপর হলো ইন্টারেস্ট কোন প্রোডাক্ট নিতে আগ্রহ আছে। যদি কোন লোক iphone কিনে ফেলে তাহলে তার কাছে আমি যদি এড দেই তার আগ্রহ থাকবে না কারণ সেই ইতোমধ্যে আইফোন কিনে ফেলেছে। তখন আমাদেরকে বিহোভিওর অপশনে যেতে হবে।  তাহলে ডেমোগাফি টা কি একটা মানুষের পার্সোনাল বিষয় ধরে যদি আমি টার্গেট করতে চাই। আর ইন্টারেস্ট হচ্ছে তার এই বিষয়টা আগ্রহ আছে এখনো নেয় নাই । আর বিহেভিয়ার মানে তারা অলরেডি নিয়ে ফেলছে ওই প্রোডাক্টের সাব অথবা ওই রিলেটেড প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা বিহেভিয়ার সিলেক্ট করবো। এরপর এড কতদিন চলবে সেই টাইমটা আমার নির্ধারণ করে দিব এবং ডেই লি বাজেট দিয়ে দিব। এরপর পেমেন্ট মেথড এড করতে হবে। বায়ারের  বিজনেস হলে এটা বায়ার অ্যাড করে দিবে। আমরা বায়ারকে কে স্ক্রিনশট বা ভিডিও দিয়ে দিতে পারি কিভাবে পেমেন্ট মেথড এড করবে। তারপর সাবমিট দিলে ফেসবুক রিভিউ করবে সব ঠিক থাকলে আমাদের এড রান করে দিবে। ঠিক একইভাবে বাকি অবজেক্টিভ গোলগুলো। তবে এডের  বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে অ্যাড বাটন চেঞ্জ হয়। আমরা যদি কল অ্যাকশন বাটন দেয়। তাহলে কাস্টমার আমাদেরকে সরাসরি কল দিতে পারবে। আর যদি গেট মোর ওয়েবসাইট ভিজিটরস এইটা দেয়। তাহলে কাস্টমার সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে। আর আমরা যদি গেট মোর মেসেজেস অন মেসেঞ্জার এই অপশনটা সিলেক্ট করি তাহলে কাস্টমার আমাদের ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারবে। এছাড়াও কাস্টমারের ডাটা বা লিস্ট কালেক্ট করতে হলে গেট মোর লিস্ট এই অপশনটা সিলেক্ট দিব। এবং হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ। 

Recent Blog