
Email Marketing Part 4
আজকে আমরা শিখব কিভাবে ক্যাম্পেইন করতে হয়? তো ক্যাম্প ইন করার আগে আমাদেরকে টেমপ্লেট ডিজাইন করতে হবে টেমপ্লেট কি ? ট্যাবলেট হলো আমরা ক্যাম্পেইন করার আগে যে এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে হয়। তো টেমপ্লেট ফ্রি আছে আবার পেইড আছে।
আজকে আমরা শিখব কিভাবে ক্যাম্পেইন করতে হয়? তো ক্যাম্প ইন করার আগে আমাদেরকে টেমপ্লেট ডিজাইন করতে হবে টেমপ্লেট কি ? ট্যাবলেট হলো আমরা ক্যাম্পেইন করার আগে যে এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে হয়। তো টেমপ্লেট ফ্রি আছে আবার পেইড আছে। এবং আউট অফ প্রিমিয়াম টেমপ্লেটও আছে। এরপর ক্রিয়েট টেম্পলেটে ক্লিক করব। এখানে পেইড টেমপ্লেট আছে কিন্তু আমার পছন্দ না। কারণ এগুলা একেবারে বেসিক। এটার জন্য একটা প্রিমিয়াম টেম্পলেট কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে পরে বলব। এটার থেকে আপনারা আরো ব্যাটার টেমপ্লেট বানাতে পারবেন। লেআউট মানে এখানে ডিজাইনের নকশা তৈরি করা। থিম হল ডিজাইন আর কোডিং করেও ডিজাইন করা যায়। আমরা যখন বায়ারের কাজ করব তখন বায়ার কে বলবো আপডেট ভার্সন কিনে দিতে। তো আমরা এখান থেকে কিছু টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। যেটা নিবেন সেটার উপরে ক্লিক করতে হবে। তাহলে ওপেন হয়ে যাবে। তারপর টেমপ্লেট টা কে আমাদের এডিট করতে হবে। এডিট মানে এখানে যা আছে এগুলোকে আমরা রিপ্লেস করে আমাদের পছন্দ মত ডিজাইন দিয়ে দিব। তো দেখেন এখানে আছে স্টাইল স্টাইল মানে এটার কালার চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে। ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করা যাবে। ফ্রি হোল্ডার এখানেও কালার চেঞ্জ করা যাবে। তারপর ফুটার এটার ডিজাইন এবং কালার চেঞ্জ করা যাবে। এরপর হল ব্লকস ব্লকস হল টেক্সট ইমেজ বাটন এগুলো এড করা যাবে। এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারি। তো আপনার পছন্দমত কন্টেন্ট দিয়ে আপনাকে সাজাতে হবে। যেটা রাখবেন না সেটা ডিলেট। হয়ে গেলে এই টেমপ্লেট টা কে আমরা ডাউনলোড করতে পারব। এরপর ইমেইল বিল্ডারে ক্লিক করব। টু মানে আমরা যাদের কাছে মার্কেটিং করব। পার্সোনালাইস করতে পারেন বাই নেম দিয়ে। মানে হাই কামরুল হাই হাসান। আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে আমরা কোন বিষয়ে মেইল পাঠাতে চাই। এবং প্রিভিউ টেক্সট লিখতে হয়। এরপর কনটেন্ট যে ডিজাইন আমরা করেছি সেটা সিলেট করে দিব। তারপর আপনি সিডিউল করতে চান আপনি আজকে ক্যাম্পেইন করবেন না পরে কোন দিন ক্যাম্পেইন করবেন সেটাও করতে পারবেন। চাইলে আমরা ইমেইল টেস্ট করতে পারব। এরপর আমরা দেখবো অটোমেশন। অটোমেশন হল কোন একটা অ্যাকশনের সাথে কোনো কিছু কাজ করবে। অতএব কোন একটা কাজ করলে তার প্রতিফলনে কি হবে সেটা সেটআপ করা কে বলা হচ্ছে অটোমেশন। আমরা আমাদের ইমেইলে মাঝে মধ্যে কিছু প্রমোশনাল ইমেইল পাই। যেখানে আমাদেরকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে বলে। এই যে আমি সাইনআপ করলাম এখানে কিন্তু আমার মেইলে একটা মেইল চলে গেল। এটাই হচ্ছে অটোমেশন। বিভিন্ন টপিকস এর উপর আমরা অটোমেশন তৈরি করতে পারি। ওয়েলকাম নিউ কন্টাক্ট এটা হল আমাদের ওয়েবসাইটে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য তারপর হলো ইমেইল ট্যাগ কাস্টমার আমরা আমাদের ইমেইল গুলো যে ট্যাগ দিয়ে আপলোড করেছি। এরপর হলো সেন্ড মাল্টিপল অফার্স টু এবান্ডন কার্ড কাস্টমারস, যারা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট কয় করতে গিয়েও করে নাই। অর্থাৎ পরিত্যক্ত এড টু কার্ড। রিকভার লস কাস্টমার যে সকল কাস্টমার আগে কিনেছে আর এখন কিনতেছে না। কোন একটা কাজ একবার সেটাপ করলে সেটা বন্ধ না করা পর্যন্ত চলতে থাকবে এটা কি বলে অটোমেশন। সেলিব্রেট কাস্টমার বার্থডে, যে সকল কাস্টমারের বার্থডে আসবে তাদেরকে অটোমেটিক সেলিব্রেট করবে। যারা পপ আপ সাবস্ক্রাইব করবে তাদের কাছে মেইল যাবে। ইনকারেজ অনলাইন রিভিউস যারা প্রোডাক্ট কয় করেছে তাদের কাছে রিভিউ দেওয়ার জন্য মেইল দিবে। বাকি আরো সব আপনারা ভালো করে দেখবেন। ইমেইল মার্কেটিং এর একটা স্ট্যাটাজি যে আছে। প্রথম দিন তাকে শুভেচ্ছা দিচ্ছি। প্রথম দিন তার সে বিজনেসের উপর টিপস দিচ্ছি। তৃতীয় দিন তাকে কিছু ফ্রি রিসোর্স দিলাম কিছু ভিডিও দিলাম ডিজিটাল মার্কেটিং করার জন্য। চতুর্থ ডিজিটাল মার্কেটিং করলে কি কি লাভ হবে সেটার উপরে তাকে কিছু ভিডিও দিলাম। কিছু গাইডলাইন দিলাম। পঞ্চম দিন ডিজিটাল মার্কেটিং করার জন্য তাকে অফার দিলাম। ষষ্ঠ দিন তাকে কিছু ডিসকাউন্ট করে দিলাম। সপ্তম দিন যদি না নেয় তাহলে ক্লোস করে দিব। এছাড়াও আরো অন্যান্য ইভেন্ট আছে যা এড করে স্টেপ বাই স্টেপ শিডিউল দিয়ে টেমপ্লেট ডিজাইন করে অটো মেশিন তৈরি করে রাখা যায়। আবে অটো মেশিন ইউজ করার জন্য আমাদেরকে প্লান আপডেট করতে হবে.