
Email Marketing Part 2
আমরা আগের ক্লাসে অ্যাকাউন্ট করা শিখেছি। এখন এখান থেকে প্রোফাইলে চলে যাব। এখানে আমরা ছবি ইউজ করতে পারি আর কোন ইনফরমেশন ভুল থাকলে সেগুলো চেঞ্জ করে দিব।
এখানে ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন আর পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এরপরে ইউজার ডিটেলস এখানে আমরা ইউজারকে এড করতে পারি। একাউন্টের অ্যাক্সেস দিতে পারি আমরা। কারণ আমাদেরকে পেইড ভাসনে যাইতে হবে তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। তারপর সিকিউরিটি চাইলে আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি। ইনফরমেশন আমরা যে একাউন্টে তথ্যগুলো দিয়েছি সেগুলো চেঞ্জ করতে পারি। এরপর হল ডাটা আমরা যে কাজগুলো করতেছি সেগুলো ব্যাকআপ দিতে চাই। কি কি ব্যাকআপ দিতে চাই এবং কতদিন ব্যাকআপ দিতে চাই সেগুলো আমরা সিলেক্ট করব। ডাটা এক্সপোর্ট করতে চাইলে আমরা আমাদের ইমেইলের মাধ্যমে করতে পারব। একাউন্টে আমরা যা যা করেছি সব ইমেইলে চলে যাবে পরে আমরা ডাউনলোড করতে পারব। তারপর হলো আমরা যদি চাই অ্যাকাউন্ট টা ডিলিট করে দিতে পারব। আমরা ফ্রি একাউন্ট ইউজ করতেছি। আমরা যদি পেইড একাউন্টে যেতে চাই তাহলে আমরা এখান থেকে প্লান চেঞ্জ করে পেইড ভার্সন নিতে পারব। কোন ভার্সন নিতে চাই ডিটেইলস সব দেওয়া আছে। আমরা কত email মার্কেটিং করতে চাই। কত ইমেলের জন্য কত প্রাইস এখানে সেটা দেওয়া আছে। যার যেটা দরকার সে সেটা এখান থেকে নিতে পারবে। বিলিং এড্রেস এড করে। এরপর হলো রেফারেল এখানে একটা কমিশন আছে। আমরা যদি বায়ার কে এখানে অ্যাকাউন্ট করে প্ল্যান কিনাতে পারি তাহলে আমাদেরকে একটা কমিশন দিবে। এখান দেওয়া লিংকে ক্লিক করলে থার্টি ডলার কমিশন দিবে। এরপর হলো এপিআই এপি অর্থ হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। আমরা যদি অন্য কোন প্ল্যাটফর্মের সাথে এই প্লাটফর্ম ইন্টারোগেট করে কাজ করতে চাই তখন আমাদের এই অপশন কাজে লাগবে। এখানে এপিআই ক্লিক করলে এপিআই জেনারেট হয়ে যাবে।