Bing Marketing Part 3

বিং এড সিস্টেম গুগলের মতো।  বিং এডস দেয়ার জন্য আমরা ক্যাম্পেইন এ ক্লিক করবো। ওয়েবসাইট এডস  কে ২ ভাগে ভাগ করা হয়েছে।  যেমন : সার্চ এবং অডিয়েন্স এডস সার্চ এড হলো যখন কেউ সার্চ করবে তখন তাকে দেখাবে অডিয়েন্স হলো কাস্টমারের কাছে অটোমেটিক্যলি  এডস  দেখাবে আমরা একটা ক্যাম্পেইন এর নাম দিব তারপর বাজেট যেটা আমাদের বায়ার বলে দিবে এবং বায়ার যেই কান্ট্রি তে মারেক্টিং করবে সেই কান্ট্রি সিলেক্ট করবো এরপর ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবো আমরা যদিও জার্মানি স্প্যানিশ কম বেশি চলে। যদি ওয়েবসাইটে ডিসক্লাইমার থাকে তাহলে এই অপসন সিলেক্ট করতে পারি।  আর এটা অপশনাল। ডাইনামিক সার্চ এড  করলে এনাবল করতে হবে না লাগলে দরকার নেয় এর পর আমরা নেক্সট করে দিবো .এরপর হলো এডস গ্রুপ ওয়েবসাইট লিংক নিয়ে পেস্ট করবো।  আলাদা প্রোডাক্ট এর নাম এডস গ্রুপ করতে পারি। এনাবল ডাইনামিক সার্চ এড এ ক্লিক থাকবে তারপর আমাদের কীওয়ার্ড দিতে হবে। এড গ্রুপের কাজ কি এড  দেওয়া  এবং কিওয়ার্ডস দেওয়া। আমাদের কিওয়ার্ডস রিসার্চ করা থাকবে এখানে পেস্ট করে দিবো এনে। আমরা ডাইরেক্ট এখন থেকে কিওয়ার্ডস নিবো না আগে রিসার্চ করে তারপর এখানে দিবো .এবার হলো আমাদের এডস  বা এক্সটেনশন ক্রিয়েট করতে হবে।  এরপর ক্রিয়েট এ ক্লিক করবো তারপর রেস্পন্সিভ সার্চ এড সিলেক্ট করবো। রেস্পন্সিভ  এড হলো অনেকগুলো এড দিতে হবে আর  টেক্সট এড হলো ৩ টা  টাইটেল  আর যদি আপা ইনস্টল হয় একটা টাইটেল একটা ডেসক্রিপশন সাথে আপা লিংক  যদি মাল্টি মিডিয়া এড দেয় হেডলাইন টেক্সট বিসনেস নাম ওয়েবসাইট লিংক এতটুকুই। আমরা এখুন  দিবো রেস্পনসিভ সার্চ এড   তার জন্যে ওয়েবসাইট লিংক দিয়ে আমরা দিব হেডিং। এগুলো কিভাবে দিবো আমরা আগে দেখেছি। এরপর ঠিক একই ভাবে ৪ টা  ডেসক্রিপশন দিতে হবে। একটা ক্যাম্পেইন এর আন্ডার এ একাধিক এড দিতে পারি। ওয়েবসাইটে প্রোডাক্ট এর সুবিধাগুলো শো করতে হয়। যেমন টেক্সট লিখতে পারি ঈদ অফার। ডেসক্রিপশন এ বেস্ট ফ্যাশন কালেকশন ২০ % ডিসকাউন্ট তারপর ফাইনাল ইউআরএল দিয়ে সেভ দিয়ে দিবো। এই ভাবে ৪ টা এক্সটেনশন এড করতে হবে। অ্যাকশন এক্সটেনশন কি যেখান থেকে আমরা বাটন এড করতে পারেন। যেমন এপ্লাই নাও।

 শপ নাউ ইত্যাদি তারপর যে অফার বা প্রোডাক্ট কিনতে যেখানে যাবে তার লিংক দিতে হবে।  কল আউট টেক্সট যেমন দিলাম লেটেস্ট ফ্যাশন কালেকশন। এইভাবে আমরা ৪/৫ তা কল আউট এক্সটেনশন দিয়ে দিবো। এছাড়াও প্রমোশনাল এক্সটেনশন দিতে পারি যেমন ডেট আইটেম ফাইনাল ইউআরএল প্রোমোশন টাইপ ইত্যাদি ওয়েবসাইট লিংক বা কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা দিতে পারি। তারপর প্রাইস এক্সটেনশন এ  ব্র্যান্ড প্রাইস নির্ধারণ করে দিতে পারেন আরো কারেন্সি প্রাইস প্রোডাক্ট ইউআরএল। স্ট্রাকচার্ড স্নিপেট এক্সটেনশন প্রোডাক্ট ওর সার্ভিস ব্র্যাড কি কি আমরা ব্যবহার করবো বা যে টপিক এ আমরা কাজ করবো। এছাড়াও ফিল্টার লিংক এক্সটেনশন রিভিউ এক্সটেনশন ইত্যাদি .এরপর মেক্সিমাইজ ক্লিক, এনহ্যান্স সিপিসি, কনভার্সন বা আর এ এইচ ৩ দিন ৭ দিন ১৫ দিন এইভাবে এইগুলো ব্যবহার করবো। এডস টাইম কবে শুরু হবে কবে শেষ হবে। ডিসপ্লে টাইম জোন বাংলাদেশের ১২ ঘন্টা আর  উ  এস এ ২৪ ঘন্টা। এরপর এডস  এ  আসবো দেখবো পেন্ডিং আছে। গুগলের মতো যেকোনো জিনিস চেঞ্জ করতে পার এরপর হলো অডিয়েন্স এডস। 

 ক্যাম্পেইন নাম ডেইলি বাজেট। এড গ্রুপ নাম লোকেশন এইজ জেন্ডার আমরা এগুলো দিতে পারবেন। উপরের অপশন গুলো যেটা সিলেক্ট করবো তা নিচে চলে আসবে। কোন কোন বয়সের কোথায় কাদের কাছে মার্কেটিং করবো। এরপর আমরা নেক্সট করে দিবো এড্স  এ ওয়েবসাইট ইউআরএল হেডলাইন টেক্সট বা ডেসক্রিপশন দিতে হবে। বিজনেস নাম বা মোবাইল ইউআরএল  দিতে হবে। ওয়েবসাইট ইমেজ ও দিতে হবে উপরে । ডিফল্ট বিড বা বিড এডজাস্টমেন্ট থাকবে। এরপর পেমেন্ট মেঠো অ্যাড করতে বলবে তারপর কনভার্সন সার্চ এডস এখানে একইরকম ভাবে ক্যাম্পেইন নাম বাজেট কান্ট্রি সব দিয়ে দিলে সেভ এন্ড নেক্সট করে দিবো। এখানে ওয়েবসাইট লিংক গ্রুপ কিওয়ার্ডস পরে এড ক্রিয়েট করবো টেক্সট এডস  সিলেক্ট করবো এখানে ওয়েবসাইট লিংক সিলেক্ট করবো। টাইটেল এড টেক্সট মোবাইল ইউআরএল এন্ড সেভ। তো বিং এডস খুব সহজ একবার বুঝতে পারে। 

এখুন মার্চেন্ট অপশন টা দেখবো যেমন স্টোরে নাম  ডোমেইন ভেলিডেশন ডেস্টিনেশন ইউআরএল আগে ভেরিফাই করেছিলাম। আমরা আমাদের ইমেইল দিয়ে দিবো এবং পরে সেভ করবো। এই প্রোডাক্ট গুলো আপলোড করতে হবে  গুগল থেকে অথবা সিএসবি যে ফাইল। ম্যানুয়ালি উপ্লোড করার অপসন এখুন এখানে আপডেট হয় নাই এখান থেকে ফিডে যাবো ক্রিয়েট ফিড দেন ম্যানুয়ালি আপলোড ব্রাউস থেকে সিএসবি ফাইল আপলোড করে দিবো যেখানে আমাদের প্রোডাক্ট গুলো থাকবে। আমরা ওয়েবসাইট লিংক ইউ যার নেম পাসওয়ার্ড দিয়ে ফিড ক্রিয়েট করে ফেলবো। আবার গুগল থেকে সরাসরি প্রোডাক্ট আপলোড করতে পারবো।  সেটার জন্য গুগল মার্চেন্ট সেন্টার অ্যাড করতে হবে । তাহলে প্রোডাক্ট গুলি অটোমেটিক চলে আসবে। আমরা যে গুগল এক্সেল শিট প্রোডাক্ট আপলোড করতাম এই সিস্টেম এখানে নাই তার জন্য আপনাকে ওয়েব স্যারের প্রোডাক্টগুলো ডাউনলোড করে আপলোড করতে হবে মার্চের সেন্টার থেকে প্রোডাক্ট গুলো আপলোড করতে হবে । অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে একটা ক্রিয়েট ফিড করতে হবে ধরুন আমরা ইউএস-তে প্রোডাক্ট সেল করব। তো বায়ার আমাদের প্রোডাক্ট এর স্যাম্পল দিয়ে দিবে । সে টেস্ট  ফাইল আমরা আপলোড করে দিব । আমরা ওয়ার্ডপ্রেস এ যে প্লাগিন ব্যবহার করেছি সেটা দিয়ে আবার হবে ।  আমাদের সবকিছু এপ্রুভ হয়ে গেছে । এখন প্রোডাক্ট আপলোড করলেই আমরা প্রোডাক্টগুলো এখানে দেখতে পারেন। তবে সব থেকে বেশি যখন গুগল মার্চেন্ট আমাদের প্রোডাক্ট থাকবে তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে।  তখন আমরা ফাইনালি অ্যাড দিতে পারব। নিচে সেটিংস থেকে  কি জানে এবং পাসওয়ার্ড নাম এবং নাম্বার মিলে দিতে হবে। তো এই ছিল আমাদের আমিন এর মূল কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন ।   

Recent Blog