
Bing Marketing Part 2
অফলাইন কোন ভার্সন হলো অফলাইন থেকে মানুষের নাম মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি ডাটা আপলোড করা পরে চাইলে অনলাইন এ তাদের কাছে আমরা মার্কেটিং করতে পারবো এরপর হলো বিজনেস ডাটা আমরা যদি এক্সটেনশন ব্যবহার করি তাহলে ডাটা এইখানে শো করবে। গুগলে সব ধরনের পেমেন্ট মেথড সাপোর্ট করে না। কিন্তু মাইক্রোসফট সেটা করে। কার্ড এর সকল ইনফরমেশন দিলে কার্ড অ্যাড হয়ে যাবে। যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড ও পেপাল। পেপালের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বাংলাদেশ থেকে যেহেতু অফিসিয়ালি ব্যবহার করা যাই না ডলার হোল্ড করে দেয় আরেকটি ব্যাপার পেওনিয়ার কার্ড যেমন গুগল এ ব্যবহার করা যায় না তবে মাইক্রোসফটে ব্যবহার করা যায়। একাউন্ট এক্সেস করতে নাম ইমেইল অ্যাডমিন লিখে দিলে অ্যাড হয়ে যাবে। ইমেইল ইনভাইটেশন গেলে আপনি সেটা একসেপ্ট করবেন তাহলে আপনার কাছে এই অ্যাড একাউন্ট চলে যাবে। পরে চাইলে রিমুভ করে দিতে পারবেন তিনি। প্রেফারেন্স হলো এড অ্যাকাউন্টে আমাদের তথ্য থাকবে। গুগল এ যেমন মার্চেন্ট একাউন্ট ছিল বিং এ তেমন আছে কিন্তু ডিফারেন্ট যেমন আমাদের একটা মার্চেন্ট একাউন্ট করতে তার জন্য শপ আপ্প্রভ করতে হবে। স্টোরের অল ইনফরমেশন দিয়ে বিং এ ওয়েবসাইট ভেরিফাই করলে সেই ওয়েবসাইট টি এইখানে চলে আসবে। তখন আমরা সেই ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে নেক্সট দিয়ে দিবো।
বিং ওয়েব মাস্টার টুল সেই সাইট এ যাবো। একাউন্ট লগইন করে বিং ওয়েবমাস্টার টুলে সাবমিট করবো। ভেরিফাই হয়ে গেলে এইখানে চলে আসবে। লিংক দিয়ে অ্যাড করবো একটা কোড দিবে কোড কপি করে ওয়েবসাইট হেড এ উপরে রাখবো। তারপর ওয়েবসাইট ভিসিট করলে অ্যাড হয়ে যাবে। সার্চ পারফরম্যান্স দেখাবে। ইউ আর এল ইন্সপেকশন হলো ওয়েবসাইট কে ইনডেক্স করতে হবে। সাইটম্যাপ অ্যাড করতে পারি। ওয়েবসাইট ব্যাকলিংক চেক করা যাবে। কোন কীওয়ার্ড এ কোথায় আছে। এছাড়াও এসইও রিপোর্ট দেখাবে। ওয়েবসাইট স্ক্যান করতে পারি .কোনো এরর থাকল এ ওয়ার্নিং দেখাবে। কি কি পেজ ক্রল করেছে রিপোর্ট দেখাবে। আমরা ইউআরএল বা কোনো পেজ কে ব্লক করতে পারি। যেন সার্চ করে না পাওয়া যায়। মাইক্রোসফট ক্লারিটি নাম এ নতুন অপশন এসেছে যেটা আগে ছিল না। আর একটা বিষয় নাম এবং ইপি এড্রেস দিয়ে আইপি ব্লক করা যাবে।