
Bing Marketing
বিং একটা সার্চ ইঞ্জিন গুগলের মতো বেশি বড়ো না। বিং এডস করার জন্য আমাদের কে একটা হটমেইল বা আউটলুক মেইল তোরি করতে হবে তার জন্য মাইক্রোসফট একাউন্ট থেকে সাইন আপ এ যেয়ে নাম, মেইল এন্ড পাসওয়ার্ড ইত্যাদি ফর্ম পূরণ করতে হবে । আউটলুক বা হটমেইল হলো জিমেইলের মতো। গুগল এ যেয়ে আমরা লিখবো বিং এড্স। বিং হলো মাইক্রোসফট কোম্পানির। পরবর্তী স্কিপ ক্যাম্পেইন এ ক্লিক করবো ক্রিয়েট মাইক্রোসফট এডভার্টাইজিং একাউন্ট তত্থ পূরণ করতে হবে। এখানে বায়ারের অল বিসনেস ইনফরমেশন আমরা দিবো। তারপর আমাদের কে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলবে আমরা সেটআপ পেমেন্ট লেটারে ক্লিক করবো। তারপর বিং এডিস একাউন্ট এর ড্যাশবোর্ডে আমাদের নিয়ে যাবে যেখানে গুগল এডস একাউন্ট এর সাতে হুবহু মিল রয়েছে। উপরে হেল্প অপশন থেকে আমরা সরাসরি কন্টাক্ট সাপোর্টে কথা বলতে পারি যা গুগল থেকে সহজ। যেখানে এডস নিয়ে প্রশ্ন করা থেকে হেল্প চাইতে পারবো। পাশে টুলস অপশন এ সকল ফাংশন ।
Bing Marketing?
আমরা প্রথমত গুগলের মতো এইখানেও আগে কিওয়ার্ড রিসার্চ দেখবো। ধরে নেয় কীওয়ার্ড রিসার্জের আমাদের বিষয়ই ওয়েব হোস্টিং যদি নাম না দিতে পারি ওয়েবসাইট লিংক দিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করে নিবো পরে সেই কীওয়ার্ড দিয়ে ওয়েবসাইট লিংক রিমুভ করে সার্চ করবো। পরবর্তীতে বায়ারের যেই বিসনেস ক্যাটাগরি, টার্গেটেড অডিয়েন্স ,ল্যাঙ্গইয়েজ ও লোকেশন থাকবে আমরা সেটাই লিখে গেট রেজাল্টে ক্লিক করবো। গুগল সব কিওয়ার্ড গুলো দিয়ে দেয়। তবে বিং কিবোর্ড গুলো কে গ্রুপ করে দেয়। আমরা সব কীওয়ার্ড নিবো না যেটা দরকার সেটা ছাড়া। আর গুগল থেকে বিং এ সার্চ ভলিউম অনেক কম। যদি ৩০ টা গ্রূপে ৫টা করে কিয়ার্ডস থাকে তাহলে ১৫০ কিওয়ার্ডস চলে আসবে। সব দরকার হবে না। বায়ার যেই কয়েকটি চাইবে সেই কয়টি আমরা দিবো। তবে আমাদের নেয়ার সময় বায়িং কিয়ার্ডস এর দিকে গুরুত্ব দিতে হবে। আরো এড প্রিভিউ এন্ড ডায়গনেস্টিকস গুগল এ এই একই অপসন টি আছে। এই অপশনের কাজ হলো এড রান হয়ে গেলে কোন কিয়ার্ডে আপনার এডটি একটিভ আছে সার্চ ইঞ্জিন এ সেটা দেখাবে । আর ৯৯% ফাঙ্কশন এখানে সব সেম । যেখান থেকে অডিয়েন্সের ধারণা পাবো। অডিয়েন্স সেক্টর থেকে রিমার্কেটি এর ধারণা পাবো। আগে কনভার্সন তার জন্য সেটআপ করে রিমারেক্টিং করতে হয়। তাহলে অডিয়েন্স ধরতে পারবো রিমার্কেটিঙের। বিসনেস লোকেশন ফিড এর পরে সাইট লিংক যখন আমরা দিব সেগুলো এখানে থাকবে। এরপর লেভেল এইখানে থেকে আমরা রিপোর্ট দেখতে পারবো। নেগেটিভ কিওয়ার্ড লিখে এড করতে পারবো পারফরম্যান্স টার্গেট আমাদের অবস্থান দেখাবে যখন ক্যাম্পেইন করবো । চাইলে ওয়েবসাইট কে ব্লক করা যাবে। পোর্টফোলিও বিড ইস্ট্রেজি লিখে সেভ করে রাখতে পারি। নাম সহ কোন ক্যাম্পেইন আমরা এই বিডিং সিলেক্ট করবো। একেকবার একেক বিডিং টাইপ ব্যবহার করতে চাইলে এই কাজ করতে পারি।
Bing Marketing?
ক্যাম্পেইন এ না ঢুকে এখান থেকে চেঞ্জ করতে পারি। সিজনালিটি এডজাস্টমেন্ট থেকে এড টাইম দিয়ে দিতে পারি। এখানে ও আমরা অটোমেটিক রুলস করতে পারবো। কনভার্সন গোল তা হলো কনভার্সন ট্র্যাকিং। এরপর উ ই টি ট্যাগ একইভাবে জড়িত যারমানে হলো উনিভার্সেল ইভেন্ট ট্র্যাকিং। ম্যানুয়াল ভাবে যখন আমরা করবো এই কোড আমাদের ওয়েবসাইট এর হেডে রাখতে হবে। ২৪ ঘন্টা সময় পরে এইটা একটিভ হয়ে যাবে। এরপর কনভার্সন ট্র্যাকিং করলে আমরা রিমার্কেটিং করতে পারবো। ক্রিয়েট এ কনভার্সন ক্লিক করে কোন কনভার্সন ক্যাটাগরি সিলেক্ট করবো। সেলস , লিড ও আদার ক্যাটাগরি ৩ ধরণের হয়ে থাকে।ইউআরএল আর ইভেন্ট দুইটার মাদ্ধমে করা যায়। কনভার্সন অ্যাকশন ভ্যালু সিলেক্ট করবো ডিফল্ট ভাবে ১ ডলার থাকবে। এরপর বাকি সব অপশন সেম থাকবে। শুধু ভিউ থ্রো কনভার্সন উইন্ডো ৩০ দিন হবে। তারপর উনি ট্যাগ ইনস্টল করে ট্র্যাক ইভেন্ট অনলাইন অ্যাকশন সিলেক্ট করবো। সেখানে কোড ওয়েবসাইট এ রাখতে হবে। তারপর ডানে ক্লিক করবো। গুগল থেকে এখানে ইসিলি আমরা সব করতে পারবো।